কলকাতা: নতুন অর্থবর্ষের শুরুতেই সুখবর। লাফিয়ে কমল গ্যাসের দাম। আজ, ১ এপ্রিল থেকেই কার্যকরী হবে নতুন দাম। দাম কমেছে বাণিজ্যিক গ্যাসের। একেবারে ৪১ টাকা দাম কমানো হয়েছে। এর ফলে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এখন ১,৮৭২ টাকা, যা পূর্বে ছিল ১,৯১৩ টাকা। তবে গৃহস্থের হেঁশেলের জন্য এখনই কোনও সুখবর নেই। বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত ১৪ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে। (Commercial LPG price drop )
কলকাতায় কত দাম Commercial LPG price drop
এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে, কলকাতায় ১ এপ্রিল থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হবে ১,৮৭২ টাকা। গত মার্চ মাসে এই দাম ছিল ১,৯১৩ টাকা, অর্থাৎ দাম কমেছে ৪১ টাকা। এর আগে, ফেব্রুয়ারি মাসে ১৯ কেজি সিলিন্ডারের দাম ছিল ১,৯০৭ টাকা।
এছাড়া, অন্যান্য বড় শহরগুলির বাণিজ্যিক গ্যাসের দামও নির্ধারণ করা হয়েছে। মুম্বইয়ে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১,৭১৪ টাকা, দিল্লিতে ১,৭৬২ টাকা এবং চেন্নাইয়ে ১,৯২৪ টাকা। এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে, বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে নতুন দাম নির্ধারণ করা হয়।
ব্যবসায়ীদের জন্য বিশেষ সুখবর
বাণিজ্যিক গ্যাসের দাম কমানোর এই সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য বিশেষ সুখবর, কারণ এর ফলে তাদের ব্যয় কমবে এবং লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। গত কয়েক মাসে কখনও দাম বাড়ানো, কখনও বা সামান্য কমানো হলেও, নতুন অর্থবর্ষের শুরুতে দাম কমানোর ফলে ব্যবসায়ীরা অনেকটাই স্বস্তি পাচ্ছেন।
Business: Good news as the new fiscal year begins! Commercial LPG cylinder prices drop by ₹41 in Kolkata, effective April 1, 2025. Business owners rejoice as costs lower to ₹1,872 per 19 kg cylinder. Mumbai, Delhi, Chennai rates updated. No change for household LPG prices.